১০ দিনেও খোঁজ মেলেনি ছেলে-মেয়েসহ নিখোঁজ গৃহবধূর

ছবি সংগীত
বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার ১০ দিনেও সন্ধান মেলেনি সাতক্ষীরার তালার গৃহবধূ শিল্পী রানী ঘোষের। তার সাথে থাকা মেয়ে চুমকি রানী ঘোষ ও ছেলে রুদ্র কুমার ঘোষেরও কোনো খোঁজ পাওয়া যায়নি।
তাদের ভাগ্যে কী ঘটেছে তা এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ। এদিকে স্ত্রী ও দুই সন্তানের খোঁজ না পেয়ে পাগলপ্রায় হয়ে উঠেছেন সাতক্ষীরার তালা উপজেলার ধান্দিয়া ইউনিয়নের ঝড়গাছা গ্রামের স্বামী দীপংকর ঘোষ।
তিনি জানান, তার স্ত্রী শিল্পী (৩৪), বড় মেয়ে চুমকি (১৩) ও ছেলে রুদ্র (৭) কয়েকদিন আগে তার শ্বশুরবাড়ি তালা উপজেলার খেসরা ইউনিয়নের তেঘরিয়া গ্রামে যান।
গত ২৫ ডিসেম্বর সেখান থেকে শিল্পী তার ছেলেমেয়েকে নিয়ে নিজ বাড়ি ঝড়গাছার উদ্দেশ্যে রওনা হন। এরপর থেকে তাদের আর খোঁজ মেলেনি। তাদের কাছে থাকা মোবাইল নম্বর বন্ধ পাওয়া যাচ্ছে।
দীপংকর জানান, তিনি তার আত্মীয়দের বাড়িতে খোঁজখবর নিয়েও তাদের সন্ধান পাননি। এ বিষয়ে তার শ্বশুর গোবিন্দলাল ঘোষ তালা থানায় একটি জিডিও করেছেন। পুলিশ তাদের খুঁজে পাওয়ার বিষয়ে এখনও কোনো ইতিবাচক তথ্য দিতে পারেনি।
এ ব্যাপারে জানতে চাইলে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, আমরা জিডির সূত্র ধরে খোঁজাখুঁজি করছি। এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
সূত্র সময় টিভি